নিজস্ব প্রতিবেদন: সঞ্জয়লীলা বনশানির ছবি 'পদ্মাবতী'র মুক্তি আটকাতে এবার আসরে নামল বিজেপি। সেন্সর বোর্ড, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের কাছে ছবিটির মুক্তি আপাতত স্থগিত করার আবেদন জানাতে চলেছে তারা। গেরুয়া শিবিরের দাবি, ক্ষত্রিয়দের ভাবাবেগে আঘাত করছে 'পদ্মাবতী'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'পদ্মাবতী' ছবি নিয়ে শুরু থেকেই দানা বেঁধেছে বিতর্ক। ছবির শ্যুটিংয় সময় রাজস্থানে সেটে ভাঙচুর চালিয়েছিল রাজপুত করনি সেনা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে সঙ্ঘ পরিবারের সংগঠনগুলি। তাদের দাবি, নৃশংস, অত্যাচারী আলাউদ্দিন খলজি ও পদ্মাবতীর সম্পর্ক বিকৃতভাবে দেখানো হয়েছে ছবিতে।      
  
বিজেপির মুখপাত্র আইকে জাদেজার কথায়, ''ইতিহাসকে বিকৃত করে আগ্রাসী শাসক ও পদ্মাবতীর সম্পর্ক দেখিয়েছেন পরিচালক। আপাতত ওই ছবিটির মুক্তি রদের জন্য সেন্সর বোর্ড, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমরা চিঠি দিচ্ছি।''    


বিরোধীদের দাবি, গুজরাট ভোটের আগে 'পদ্মাবতী'কে হাতিয়ার করছে বিজেপি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আইকে জাদেজা। 


আরও পড়ুন,  '‍পদ্মাবতী'র মুক্তি আটকে দেওয়ার হুঁশিয়ারি VHP ও বজরঙ্গ দলের