নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় তিন রাজ্যেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি, এমনই ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা। নিউজ এক্স- জন কি বাত প্রকাশিত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় ভাঙতে চলেছে বামদুর্গ। মানিকের সরকার ভেঙে সরকার গড়বে গেরুয়া শিবির এমনই ইঙ্গিত নিউজ এক্স-এর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হাতে থাকল লুধিয়ানা


ত্রিপুরায় ৩১-৪৫ আসন পেতে পারে বিজেপি এবং শরীক দল, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। ভোটের শতাংশ অনুযায়ী বিজেপি পেতে পারে ৫১ শতাংশ ভোট। বামেরা পেতে পারে ১৪-২৩টি আসন। গুজরাটে বিজেপিকে বেগ দেওয়া রাহুলের কংগ্রেস ত্রিপুরায় একেবারে হাত শূন্য হতে পারে বলেই ইঙ্গিত নিউজ এক্স-এর। ত্রিপুরায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষাও। তাঁদেরও অনুমান ২৫ বছর পর ত্রিপুরায় আসনচ্যুত হতে চলেছে বাম সরকার। যদিও সি ভোটার প্রকাশিত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অষ্টম বারের জন্য সরকার গড়তে পারে বামফ্রন্ট। 


আরও পড়ুন- আসন সংরক্ষণে মহিলাদের বিশেষ সু‌যোগ, নয়া নির্দেশিকা রেলের


অন্যদিকে নিউজ এক্স-অনুযায়ী নাগাল্যান্ড এবং মেঘালয়েও সরকার গঠন করতে পারে বিজেপি। 


জন কি বাত- নিউজ এক্স 
বাম: ১৪-২৩
বিজেপি জোট: ৩৫-৪৫


অ্যাক্সিস মাই ইন্ডিয়া
বাম: ৯-১৫
বিজেপি জোট: ৪৪-৫০
কংগ্রেস: ০-৩


সি ভোটার
বাম: ২৬-৩৪
বিজেপি জোট: ২৪-৩২
কংগ্রেস: ০-২