দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতেই তৈরি হয়েছিল বিজেপি, দলের প্রতিষ্ঠা দিবসে সমর্থকদের বার্তা মোদীর
অটল বিহারী বাজপেয়ী সহ দলের বেশ কয়েকজন নেতার ছবি পোস্ট করে তাঁদের ত্যাগের কথা উল্লেখ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ
নিজস্ব প্রতিবেদন: কঠোর পরিশ্রম করে বিজেপি সমর্থরা ফের একবার দলকে ক্ষমতায় আনবেন। বিজেপির ৩৯তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-পাহাড়ে এবার দেড় লক্ষ ভোটে জিতবে তৃণমূল: বিনয় তামাং
প্রতিষ্ঠা দিবসে দলের কর্মকর্তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্যুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, দেশের মানুষের সেবা করা ও দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই বিজেপি তৈরি হয়েছিল। বিজেপি এখন দেশের এক জনপ্রিয় দল হিসেবে মর্যাদা পেয়েছে। এর জন্য বিজেপি পরিবার ও কর্মকর্তাদের ধন্যবাদ।
বৃহস্পতিবারই নিজের ব্লগে দলকে বিঁধেছেন আডবানি। সেখানে তিনি লিখছেন, কোনও বিরোধী পক্ষকে কখনও দেশবিরোধী বলে মনে করে না দল। এইসময় বিজেপির প্রয়োজন পেছন ফিরে দেখা। একইসঙ্গে আত্মসমীক্ষা করা। দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সমর্থকদের এটা বলা কর্তব্য বলে মনে করছি।
অন্যদিকে, শনিবার দলের বর্তমান অবস্থান সম্পর্কে টুইটে মোদী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশাত্মবোধের জন্য বিজেপি এই জায়গায় আসতে পেরেছে। দলের পা সবসময় মাটিতেই রয়েছে। আমাদের কর্মকাণ্ড দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছে। আশাকরি এবার নির্বাচনে দলের কর্মকর্তারা দিনরাত কাজ করে বিজেপিকে ফের ক্ষমতায় আনবে।
আরও পড়ুন-কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্য ভালো নয়, বলছে সমীক্ষা
অন্যদিকে, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী সহ দলের বেশ কয়েকজন নেতার ছবি পোস্ট করে তাঁদের ত্যাগের কথা উল্লেখ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি তিনি লিখেছেন, বিজেপির কর্মকর্তারা দলকে তাঁদের পরিবার বলে মনে করেন। এইসব নেতাদের ত্যাগের জন্য দল আজ এতবড় সাফল্য পেয়েছে।