নিজস্ব প্রতিবেদন: আগামিকাল বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন হবে অসমের পাঁচটি কেন্দ্রেও। আর তার আগের সন্ধ্যাতেই বিস্ফোরণে কেঁপে উঠল ওই রাজ্যের কার্বি আলং জেলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সেখানকার বাকালিয়াঘাটে বুধবার সন্ধ্যায় বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দা অনিল গুপ্তার বাড়ির কাছেই বিস্ফোরণ হয়। শেষ পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে একটি ম্যাটাডোর ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও পড়ুন: আগামিকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ


বিস্ফোরণ যে এলাকায় হয়েছে, তা দীপু লোকসভা কেন্দ্রের অধীনে। বৃহস্পতিবার যে পাঁচটি কেন্দ্রে নির্বাচন হবে, তার মধ্যে দীপুও একটি কেন্দ্র। ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় পুলিস। কেন্দ্রীয় বাহিনীও ছিল বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। কেন এই বিস্ফোরণ তার খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিস।


আরও পড়ুন: রণে ভঙ্গ দিলেন রাবণ, বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না ভীম আর্মির প্রধান  


পুলিসের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে নির্বাচনের যোগ আছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় ভোটারদের ভয় দেখাতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে উগ্রপন্থী কোনও সংগঠনের যোগ থাকতে পরে বলেও মনে করা হচ্ছে।


এদিকে বৃহস্পতিবার দেশের ১২ রাজ্য ও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে। ৯৭টি আসনে ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু তামিলনাড়ুর ভেলোর ও ত্রিপুরার পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।


আরও পড়ুন: আপত্কালীন তহবিল না পেয়ে আপাতত স্থগিত জেটের উড়ান


অসমের পাঁচটি আসনে ভোট। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র শিলচর। সেখান থেকে লড়ছেন কংগ্রেসের জাতীয়স্তরের নেত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব।


অসমের পাঁচটি লোকসভা আসনে নির্বাচনের জন্য ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে।