আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গেও এই দফায় ভোট রয়েছে। এ রাজ্যে তিনটি আসনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবার। 

Updated By: Apr 18, 2019, 12:06 AM IST
আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদন: সাত দফার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আগামিকাল, বৃহস্পতিবার। এর আগে প্রথম দফার নির্বাচন হয় গত বৃহস্পতিবার ১১ এপ্রিল।

মোট ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে। ভোট নেওয়া হবে ৯৫টি লোকসভা আসনে। এদিন ১৬২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৫ কোটি ৯৭ লক্ষ ভোটার। ভোট নেওয়া হবে ১ কোটি ৮১ লক্ষ ৫২৫টি বুথে।

আরও পড়ুন: রণে ভঙ্গ দিলেন রাবণ, বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না ভীম আর্মির প্রধান

পশ্চিমবঙ্গেও এই দফায় ভোট রয়েছে। এ রাজ্যে তিনটি আসনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবার। আর ওই তিনটি আসনই উত্তরবঙ্গে। সেই তিনটি আসন হল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ।

রাজ্যের ওই তিন কেন্দ্রে ৫,৩৯০টি  বুথ রয়েছে। ভোটার ৪৯ লক্ষ ৩২ হাজার ৩৪৬ জন। এই ভোটাররা বৃহস্পতিবার বুথে গিয়ে ৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

আরও পড়ুন: আপত্কালীন তহবিল না পেয়ে আপাতত স্থগিত জেটের উড়ান

উত্তরবঙ্গে লোকসভার মোট আসন ৮টি। তার মধ্যে দুটি আসন, কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় তিনটি আসনে নির্বাচন হচ্ছে। উত্তরবঙ্গের বাকি তিনটি আসন বালুরঘাট, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তৃতীয় দফায়। ওই দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল।

দ্বিতীয় দফায় তামিলনাড়ুর সবকটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভেলোরে ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের টাকা বিলির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ফলে ওই রাজ্যে নির্বাচন হবে ৩৮টি আসনে।

আরও পড়ুন: রেকর্ড করা অনুষ্ঠানও ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার নয়, নমো টিভিকে নির্দেশ নির্বাচন কমিশনের

দ্বিতীয় দফায় উত্তর পূর্ব ভারতের তিনটি রাজ্যের বেশ কয়েকটি আসনে ভোট রয়েছে। এই তালিকাতেই ছিল পূর্ব ত্রিপুরা আসনটি। ওই আসনে নিরাপত্তা ব্যবস্থায় খামতি থাকার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় লোকসভার আসন মাত্র দুটি। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রথম দফাতেই শেষ হয়ে গিয়েছে।

এই দফায় বেশ কয়েকটি এমন লোকসভা আসন রয়েছে, যেগুলিতে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা লড়াই করছেন। তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মথুরা আসনটি। সেখানে এবারও প্রার্থী গতবারের জয়ী বিজেপির হেমা মালিনী। এছাড়া রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর কেন্দ্র জম্মু-কাশ্মীরের উধমপুর।

আরও পড়ুন: দলিত হওয়ার কারণেই আডবাণীর পরিবর্তে কেবিন্দকে রাষ্ট্রপতি করা হয়, দাবি গেহলটের

এছাড়া এই দফায় ভাগ্য নির্ধারণ হবে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএসের এইচডি দেবেগৌড়ার (টুমকুরু, কর্নাটক)। তালিকায় রয়েছেন কংগ্রেসের রাজ বব্বর (ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশ), কার্তি চিদম্বরম (শিবগঙ্গা, তামিলনাড়ু), সুস্মিতা দেব (শিলচর, অসম) ও তারিক আনোয়ার (কাটিহার, বিহার)। ডিএমকের কানিমোজি (তুতিকোরিন, তামিলনাড়ু) ও এ রাজা (নীলগিরি, তামিলনাড়ু)। সিপিএমের মহম্মদ সেলিম (রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ)। ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা (শ্রীনগর, জম্মু-কাশ্মীর)।

.