পুলওয়ামার স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, আহত বহু পড়ুয়া
স্কুলের মধ্যে অনেক পড়ুয়া ছিল। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০জন ছাত্রের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফের বড়সড় বিস্ফোরণ জম্মু-কাশ্মীরে। এবার ঘটনাস্থল ওই রাজ্যের পুলওয়ামা। সেখানে একটি স্কুলে বিস্ফোরণে হয় বলে জানা গিয়েছে।
সেই সময় স্কুল চলছিল। ফলে স্কুলের মধ্যে অনেক পড়ুয়া ছিল। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০জন ছাত্রের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়েছে। ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে তাদের চিকিত্সা চলছে। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।