Tata Steel Plant Blast: জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৩
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে সংস্থার আধিকারিদের ইতিমধ্যেই কথা হয়েছে। সকলে মিলে একসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ডের জামশেদপুরে টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ। তার জেরে প্ল্যান্ট আগুন লেগে যায়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে সংস্থার আধিকারিদের ইতিমধ্যেই কথা হয়েছে। সকলে মিলে একসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
জানা গেছে, ঘটনাটি ঘটে আজ সকাল ১০টা বেজে ২০ মিনিট নাগাদ। কোক প্ল্যান্টের ৬ নম্বর ব্যাটারির গ্যাস লাইনে বিস্ফোরণটি ঘটে। বর্তমানে ওই ব্যাটারিটিতে কাজ বন্ধ রয়েছে এবং সেটা ভাঙার কাজই করা হচ্ছিল। যদিও, ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটে এবং আগুন লাগে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে জামশেদপুরের টাটা স্টিল প্ল্যান্টে একটি বিস্ফোরণ হয়। সেই সময় সেখানে ১১ জন কর্মী আহত হন।