নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও দেশের ভিভিআইপি-দের ব্যবহারের জন্য আসছে বিশেষ দুটি বিমান। ভারতের চাহিদা মতো বিশেষভাবে তৈরি দুটি B777 বিমান ভারতকে আগামী সেপ্টেম্বর মাসে সরবারহ করবে বেয়িং। এমনটাই খবর সংবাদমাধ্যমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে, যোগীর ভূয়ষী প্রশংসা পাকিস্তানে


উল্লেখ্য, ওই দুটি বিশেষ বিমান কেনার জন্য অর্ডার আগেই দেওয়া হয়েছে। গত অক্টোবর মাসে সরকার জানিয়ে দেয় বিমানদুটি ভারতের হাতে আসবে জুলাই মাসে। কিন্তু করোনা-সহ অন্যান্য সমস্যার জন্য সেই সরবারহ পিছিয়ে গেল।


কী বিশেষ ব্যবস্থা থাকবে B777 বিমানে


প্রধানমন্ত্রী বা ভিভিআইপিদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা স্যুট।


থাকবে মিশাইল ডিফেন্স সিস্টেম।


গত ফেব্রুয়ারি মাসে ওই দুই প্রযুক্তি ভারতকে ১৯০০ লাখ ডলারে বিক্রি করতে রাজি হয় মার্কিন যুক্তরাষ্ট্র।


বিমানটি ওড়াবেন বায়ুসেনার পাইলট। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড।


আরও পড়ুন-রাজ্যে কবে বর্ষা ঢুকছে? স্পষ্ট করে জানিয়ে দিল আবহাওয়া দফতর


বর্তমানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ব্যবহার করেন এয়ার ইন্ডিয়ার B747 বিমান। এটিকে বলা হয় এয়ার ইন্ডিয়া ওয়ান। বিমানটি ওড়ানোর দায়িত্বে থাকেন এয়ার ইন্ডিয়ার পাইলট। এবার সেই নিয়মের বদল ঘটছে। বোয়িংয়ের নতুন বিমান এসে গেলে B747 বিমানকে ব্যবসায়িক কাজে ব্যবহার করা হবে।