রোজ ডে-তে লাল গোলাপে প্রধানমন্ত্রী মোদীকে কোকড়াঝাড়ে স্বাগতম বোরো নেতৃত্বের
শুক্রবার সকালে বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল ।
নিজস্ব প্রতিবেদন : কোকড়াঝাড় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোরো শান্তি চুক্তি স্বাক্ষরের পর আজ মোদীর প্রথম অসম সফর। এদিন গুয়াহাটি থেকে হেলিকপ্টার যোগে কোকড়াঝাড় বিজয় উৎসবে পৌঁছন মোদী। তাঁকে স্বাগত জানান বোরো নেতারা।
এদিকে প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই গুয়াহাটিতে উদ্ধার হয় বোমা। উদ্ধার হয় দুটি আইইডি বোমা । গুয়াহাটির পানবাজার ও পল্টন বাজার থেকে উদ্ধার হয় বোমা দুটি। বোমা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। জানা গিয়েছে, দুটি পৃথক জায়গায় প্লাস্টিকের মধ্যে ছিল আইইডি বোমাগুলি । বোমা দুটিতেই টাইমার লাগানো ছিল।
আরও পড়ুন, বেচো ইন্ডিয়া প্রকল্প চলছে, যাঁরা দেশকে মা বলেন, তাঁরা মাকে নিলাম করছেন:অভিষেক
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরের দিন অর্থাৎ শুক্রবার সকালে বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল । তবে তার আগে বৃহস্পতিবারই উদ্ধার হয় বোমা দুটি। উলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠীর তরফেই বোমা দুটি রাখা হয়েছিল কিনা তাই নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত । উল্লেখ্য কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আজ কোকরাঝাড় বিজয় উৎসবে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।