নিজস্ব প্রতিবেদন: একই মণ্ডপে দুই বোনের বিয়ে হচ্ছিল। তখনই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। আর তাতেই ঘটল অঘটন! ভুলবশত হয়ে গেল বর অদল-বদল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের উজ্জয়ীনি। রবিবার, একই ছাদনাতলায় বিয়ে করতে বসেছিলেন রমেশলালের দুই মেয়ে, নিকিতা এবং করিশ্মা। ভোলা এবং গণেশ নামে দুই আলাদা যুবকের সঙ্গে তাঁদের বিয়ে হওয়ার ছিল। কিন্তু বিদ্যুৎবিভ্রাটের ফলে তাঁদের বর বদলে গেল।


জানা গিয়েছে, একেই তো বিয়ের মণ্ডপে আলো ছিল না। তারপর বিয়ের সময় ঘোমটার আড়ালে কনেদের মুখ ঢাকা ছিল। ফলে দুই বোনের বর বদলে গেল। নতুন বউকে বাড়িতে নিয়ে গিয়ে অঘটন দেখতে নজরে পড়ে সকলের। যদিও পরে সমাধান সূত্রে মেলে। পরের দিন রীতি মেনে আবার সঠিক বর-কনের বিয়ে হয়।    


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)