নিজস্ব প্রতিবেদন: বিয়ের মাত্র মাস খানেক বাকী। তার মধ্যেই বাগদত্ত-র সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন তরুণী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী করলেন বিশাখাপত্তনমের ওই তরুণী? কথাবার্তার মধ্যেই একদিন বাগদত্ত ওই তরুণকে এক মন্দিরে দেখা করতে বললেন ওই তরুণী। তারপর কথাবার্তার মধ্যেই ব্য়াগ থেকে ছুরি বের করে চালিয়ে দেন ওই তরুণের গলায়। মারাত্মক জখন ওই তরুণের নাম রামু নাইডু। পেশায় কাউন্সিল ও সায়েন্টিফিক অ্যান্ট ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর একজন বিজ্ঞানী।


কেন এমন কাণ্ড করে বসলেন ওই তরুণী? বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে বাড়ির চাপেই ওই তরুণকে বিয়ে করতে সম্মত হন ওই তরুণী। পুলিস সূত্রে খবর, ওই তরুণীর আগে কোনও অপরাধ করার ইতিহাস নেই। তবে রামুর সঙ্গে দেখা করার আগে ৩ বার ছুরি কিনেছিলেন ওই তরুণী।


পুলিসকে ওই তরুণী জানিয়েছেন, রামুকে তিনি বিয়ে করতে চান না। এনিয়ে বাবা-মাকেও জানিয়েছিলেন। কিন্তু তারা কোনও কথা শোনেনি। সেই কারণেই বিয়ে ভাঙতে ওই কাণ্ড করেছেন তিনি।


আরও পড়ুন-LAC: নতুন কোনও ফন্দি! লাদাখে LAC-র কাছেই ৩টি মোবাইল টাওয়ার বসাল চিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)