ওয়েব ডেস্ক : পানপাতা ঢাকা মুখ। বিয়ের লাজবতী কনে। কোনওরকমে পান পাতা সরিয়ে একবার চোখটা তুলেই নামিয়ে নেওয়া। হাতের উপর হাত রেখে, পুরুত মশাইয়ের সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে করতে কুল কুল করে ঘেমে নেয়ে নেয়ে একসা। সাবেক বাঙালি বিয়ের চেনা পরিচিত ছবিটা এটাই। অবাঙালি বিয়েতে অবশ্য 'সংগীত' বলে একটা অনুষ্ঠান থাকে। বিয়ের আগের দিন সেই অনুষ্ঠানে মেহেন্দি পরা হয়। নাচা-গানা হয়। কিন্তু, নাচতে নাচতে বিয়ের মণ্ডপে যাওয়া? এরকম উদাহরণ খুব কম। কয়েকদিন আগে এরকমই এক ভিডিও সামনে আসে। ফের ভাইরাল আরও একটি ভিডিও। মজার ব্যাপার এই ভিডিওটি শুধু ভারতে নয়। নেপাল, কানাডা, অস্ট্রেলিয়াতেও ট্রেন্ডিং।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় পাঞ্জাবি গান "ঢোল জাগিরো ডা"-এর সঙ্গে সঙ্গে নাচতে নাচতে বিয়ের মণ্ডপে আসছেন এক কনে। রীতিমত ঠুমকা লাগাচ্ছেন। নাচের আনন্দে মশগুল কনেকে উত্সাহ দিচ্ছেন উপস্থিতরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড হতেই ভাইরাল। ৪ দিনে ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। দেখুন সেই ভিডিওটি-



আরও পড়ুন, টিভি শো-রুমে যে কাণ্ড ঘটল!