পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার পরামর্শ ধর্মেন্দ্র প্রধানের
ওয়েব ডেস্ক: দেশজুড়ে পণ্য ও পরিষেবা কর চালু হয়েছে ১ জুলাই থেকে। তবে পেট্রোল ও ডিজেল জিএসটি-র আওতার বাইরে। কিন্তু পেট্রো পণ্যকে অভিন্ন কর ব্যবস্থায় আনতে চাইছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, অর্থমন্ত্রকের কাছে তিনি অনুরোধ করেছেন পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনা হোক। তাঁর মতে, একই কর ব্যবস্থা থাকা উচিত। এতে সুবিধা হবে সাধারণ মানুষের।
পেট্রোল ও ডিজেলের দামের হেরফের নিয়ে ধর্মেন্দ্র প্রধানের ব্যাখ্যা, আন্তর্জাতিক বাজারে দরের ওঠানামার ওপরে দাম নির্ভর করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশীয় পেট্রো পণ্যের দামের কোনও ফারাক নেই। অপরিশোধিত তেলের দাম বাড়লে এখানেও দাম বাড়ে। কমলে দাম কমে। এভাবেই চলে সব দেশে। পেট্রোলের লেভির উপরে রাজ্যগুলির ভাগ ৪২ শতাংশ।
পেট্রোল ও ডিজেলের উপর কর নিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন,"'দেশের উন্নয়নে অর্থ চাই। সড়ক, পানীয় জল দিতে খরচ করতে হয়। গরিব মানুষের মাথায় ছাদ তৈরি করে দিতেও অর্থের দরকার। ওয়াকিবহাল মহলের মতে, পেট্রোল ও ডিজেল জিএসটি-র আওতায় এলে দাম অনেকটাই কমে যাবে।''
আরও পড়ুন, নোট বাতিলের পর ইলেকট্রনিক মুদ্রা আনতে চলেছে আরবিআই