নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় অশান্তি হয়। কিন্তু, গুজরাট নির্বাচনে সেই অশান্তির কোনও ছাপই লক্ষ্য করা যাচ্ছে না। এমনই দাবি গুজরাট বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে বাংলা থেকে যাওয়া বিএসএফ জওয়ানদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


গুজরাত বৃহস্পতিবার সাকল থেকে শুরু হয়েছে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। ১৪টি জেলার ৯৩টি আসনে চলছে এই নির্বাচন। ১৪ হাজার ৫২৩টি জায়গায় ২৫ হাজার ৫৭৫টি বুথে চলছে এই ভোটগ্রহণ। আর সেখানে নিরাপত্তার কাজে নিযুক্ত করা হয়েছে বাংলা থেকে যাওয়া বিএসএফ জওয়ানদের।


প্রসঙ্গত, ৩৮ নম্বর ব্যাটেলিয়নের অন্তর্গত এই বিএসএফ ট্রুপে রয়েছেন ৮৩ জন জওয়ান। প্রথম দার নির্বাচনে ৯ডিসেম্বর তারা ভুজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এবার দ্বিতীয় দফার নির্বাচনেও তারা দায়িত্বে রয়েছেন নিরাপত্তার।


আরও পড়ুন- গুজরাটে চলছে শেষ দফার ভোট, নজর গোটা দেশের