নিজস্ব প্রতিবেদন: রেলের পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে এবার বাজেটে বিশেষ পদক্ষেপ করবে মোদী সরকার। সূত্রের খবর, বড় স্টেশনগুলিতে চলমান সিঁড়ি ও লিফট বসানোর বন্দোবস্ত করা হতে পারে এবারের বাজেটে। এ জন্য ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের বিভিন্ন রেল স্টেশনে প্রায় ৩,০০০টি চলমান সিঁড়ি ও ১০০০টি লিফট বসানোর পরিকল্পনা করা হয়েছে। এতে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যাতায়াতে সুবিধা হবে বলে মনে করছে মোদী সরকার। 


মুম্বইয়ের কান্দিভালি, মাটুঙ্গা, বান্দ্রা চার্চগেট, দাদার, মহালক্ষ্মীর মতো স্টেশন মিলিয়ে মোট ৩৭২টি রেল স্টেশনে বসতে চলেছে এই চলমান সিঁড়ি। বাকি ২,৫৮৯টি সিঁড়ি বসানো হবে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে। 


আরও পড়ুন- বাজপেয়ীর দেখানো পথে রেলে সোনালি চতুর্ভুজ প্রকল্পের ঘোষণা করতে চলেছে মোদী সরকার


প্রাথমিকভাবে শহর ও শহরাঞ্চলের স্টেশনগুলিতেই চলমান সিঁড়ি ও লিফট বসানোর পরিকল্পনা করেছে রেল। রেলমন্ত্রক সূত্রে খবর, প্রতিটি চলমান সিঁড়ি বসাতে খরচ হবে ১ কোটি টাকা। লিফটের ক্ষেত্রে এই খরচের পরিমাণ ৪০ লক্ষ টাকা। তাই, যে সব স্টেশন থেকে রেলের আয় অপেক্ষাকৃত বেশি হয়, সেগুলিতেই প্রাথমিকভাবে চলমান সিঁড়ি ও লিফট বসানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর।