জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যবিত্তদের বড় স্বস্তি। আমজনতার দাবি-ই যেন মেনে নিলেন নির্মলা সীতারামণ। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর নেই। পুরনো ও নতুন দুই কর কাঠামোর ক্ষেত্রেই একই নিয়ম। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। একইসঙ্গে তিনি আরও ঘোষণা করলেন, নতুন কর কাঠামোয় রিবেট বা ছাড়ের ঊর্ধ্বসীমা-ও বাড়ানো হল ৭ লাখ। অর্থাৎ, নতুন কর কাঠামোয় ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। আরও সরল করা হবে আয়কর রিটার্ন পদ্ধতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্মলা সীতারামণ ঘোষণা করেন, একজন ব্যক্তিগত আয়ের নিরিখে ২০২০-র বাজেটে ৬ স্তরের যে নতুন কর কাঠামো তিনি ঘোষণা করেছিলেন। এবার তাতেও পরিবর্তন আনছেন তিনি। ২০২৩-২৪ অর্থবর্ষে লাগু হচ্ছে ৫ স্তরের কর কাঠামো। যেখানে ৩ লাখ পর্যন্ত থাকছে করছাড়। করের নতুন হার হচ্ছে- 
০ থেকে ৩ লাখ পর্যন্ত আয়ে ০।
৩ লাখ থেকে ৬ লাখ পর্যন্ত আয়ে ৫ শতাংশ।
৬ লাখ থেকে ৯ লাখ পর্যন্ত আয়ে ১০ শতাংশ।
৯ লাখ থেকে ১২ লাখ পর্যন্ত আয়ে ১৫ শতাংশ।
১২ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত আয়ে ২০ শতাংশ।
আর ১৫ লাখ টাকার উপর আয়ে ৩০ শতাংশ।


নতুন করের হার ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, এখন থেকে নতুন কর কাঠামো-ই 'Default regime' হিসেবে গণ্য হবে। পুরনো কর কাঠামো পাওয়া যাবে একমাত্র অনুরোধ করলে তবেই।


আরও পড়ুন, Union Budget 2023: কেন খুশি কৃষকেরা? জেনে নিন হাসিম শেখ রামা কৈবর্তের জন্য কী ভাবলেন নির্মলা...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)