Budget 2024 | Costlier and Cheaper: ভোটমুখী বাজেটে কী কী সস্তা হল, আর দামি হল কী?
একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ বাজেটে কী কী সস্তা ও দামি হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের প্রাক্কালে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটা তাঁর ষষ্ঠ বাজেট পেশ। এবার বাজেটে আয়কর কাঠামো অপরিবর্তিত রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটে কোন জিনিস সস্তা হল আর কী কী দামি হল, তা জানতে উদগ্রীব সবাই। তবে সেটা জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেই ফাঁকে চলুন একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ বাজেটে কী কী সস্তা ও দামি হয়েছিল।
২০২৩ বাজেটে সস্তা:
টেলিভিশনের যন্ত্রাংশ, মোবাইল ফোন, ক্যামেরার লেন্স, ইথাইল অ্যালকোহল, কুঁচো চিংড়ির ঘরোয়া উৎপাদন, অ্যাসিড গ্রেড ফ্লুরোস্পার।
২০২৩ বাজেটে দামি:
জামাকাপড়, তামা, সিগারেট, রূপোর সামগ্রী, কম্পাউন্ডেড রাবার, বৈদ্যুতিন কিচেন চিমনি, সোনা ও প্লাটিনামের গয়না।
আরও পড়ুন, Budget 2024 | Lakhpati Didi: মহিলা মন জিততে বাজেটে ৩ কোটি 'লাখপতি দিদি'র ঘোষণা নির্মলার!
Budget 2024 | Vande Bharat: বাজেটে রেল নিয়ে দারুণ ঘোষণা অর্থমন্ত্রীর! দেশ পাচ্ছে নতুন বন্দে ভারত...
Budget 2024 | Income Tax Slab 2024: মধ্যবিত্তের মাথায় মেঘ, আয়করে নেই নতুন কোনও ছাড়
Union Budget 2024| Housing: সস্তায় কয়েক কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র, বড় ঘোষণা নির্মলার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের
App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)