ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী বলে কথা। তাও আবার রাজ্যের নাম যদি হয় তেলেঙ্গানা। তাই একেবারে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাথরুমেও বসানো হল বুলেটপ্রুফ কাঁচ। ক দিন আগে রাওয়ের নিরাপত্তা নিয়ে বৈঠকে দেখা যায় একমাত্র বাথরুম ছাড়া সবেতেই নিরাপত্তাব্যবস্থা একেবারে আটোসাঁটো। তারপরই তাঁর বাথরুমকেও বুলেটপ্রুফ কাঁচে মুড়ে দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চোখের নিমেষে উধাও ৩.৫ কোটি টাকার বাতিল নোট!


বৃহস্পতিবারই হায়দ্রাবাদের বেগমপেটে মুখ্যমন্ত্রীর সরকারী বাংলোয় চলে যাচ্ছেন রাও। সেই প্রাসাদপ্রমাণ বাংলোর জানালা ও ভেন্টিলেটরে বুলেটপ্রুফ কাঁচের ব্যবস্থা করা হল। গোটা বাংলোয় ৫০ জনের মত নিরাপত্তারক্ষী থাকছেন। সঙ্গে মাইন-প্রুফ দাড়ি। মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে গেলে মোবাইল ফোন, ঘড়ি, সহ যে কোনও ধাতব বস্তু বাইরে জমা রেখে আসতে হবে।


আরও পড়ুন- ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ড ব্যবহারে কোনও সার্ভিস চার্জ নয় : অর্থমন্ত্রক