পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও!
ওয়েব ডেস্ক : টানা কয়েকদিন ধরে বৃষ্টিতে সমস্যা তৈরি হয়েছে উত্তরাখণ্ডে। সঙ্গে জায়গায় জায়গায় ধ্বস। আর তার জেরে গতকাল থেকেই বন্ধ ঋষিকেশ-বদ্রিনাথ জাতীয় সড়ক। আটকে রয়েছে বহু গাড়ি। সেই সমস্যার মাঝে এবার সামনে উঠে এল একটি ভয়ঙ্কর ভিডিও।
আরও পড়ুন- ৪টে পা, ২টি যৌনাঙ্গ নিয়ে রাজস্থানে জন্ম এক 'অদ্ভুতদর্শন' শিশুর (Video)
বৃষ্টির মাঝেই উত্তরাখণ্ডের বাগেশ্বরের রাস্তায় একটি বাস দুর্ঘটনার লাইভ ফুটেজ উঠে এল। ভয়ঙ্কর ভিডিওটিতে দেখা যাচ্ছে পাহাড়ের গা-বেয়ে নামছে ধ্বস। আর সেই ধ্বসের মাটির ধাক্কাতেই রাস্তা থেকে খাদে উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। প্রশাসন সূত্রে খবর, বাসটিতে ২০জন যাত্রী ছিলেন। আশ্চর্যজনক ভাবে এই দুর্ঘটনায় কোনও যাত্রীই আহত হননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে রেস্কিউ টিম।