নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। ঘাসফুল শিবির ছেড়ে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে।  রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর সেই ফাঁকা আসনের জন্য এবার উপনির্বাচনে কথা ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বড়সড় নাশকতার ছক! একসঙ্গে জম্মুর আকাশে ৪টি সন্দেহজনক Drone-এর ঘোরাফেরা


কমিশনের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ অগাস্ট হবে ওই উপনির্বাচন। এর জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগাস্ট। ৯ অগাস্ট ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ওই দিনই গণনা হবে।


আরও পড়ুন-নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার Party, শহরের আরও এক হোটেলের বিরুদ্ধে অভিযোগ


নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোট গ্রহণের সময়ে করোনাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যববার তো বটেই মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি।


উল্লেখ্য, এবছর রাজ্যসভার অধিবেশন চলাকালীনই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। সে সময়ে তিনি বলেছিলেন, তাঁর দম বন্ধ হয়ে আসছে তৃণমূলে। ঘাসফুল ছাড়ার পরই তিনি যোগ দেন বিজেপিতে।


 (Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)