নিজস্ব প্রতিবেদন: মাত্র ৩০ মিনিটের ব্যবধান। তারমধ্যেই জম্মুর আলাদা আলাদা চারটি জায়গায় ধরা পড়ল চারটি ড্রোন। স্বভাবতই এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে নাশকতার উদ্দেশেই ড্রোনগুলো ওড়ানো হয়েছিল বলে অনুমান।   

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮.১০ মিনিট নাগাদ রামগড় এলাকায় প্রথম একটি ড্রোনের উপস্থিতি ধরা পড়ে সেনার অ্যান্টি-ড্রোন ব়্যাডারে। এরপর সাম্বা সেক্টর, হিরানর সেক্টর এবং মিরান সাহিব এলাকায় আরও তিনটি ড্রোন ধরা পড়ে। সূত্রের খবর, অ্যান্টি-ড্রোন ব়্যাডারে ড্রোনগুলো ধরা পড়ার পরে, সেগুলোকে ধ্বংস করেন জওয়ানরা। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত ওই চারটি এলাকায় সন্দেহভাজন ৪টি ড্রোন ধরা পড়ায়, পাকিস্তান থেকে ড্রোনগুলো কন্ট্রোল করা হচ্ছিল বলে একপ্রকার নিশ্চিত প্রশাসন। 

আরও পড়ুন: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত শ্রীনগর, নিকেশ দুই lashkar সদস্য

আরও পড়ুন: গান্ধী, তিলকদের কণ্ঠরোধকারী দেশদ্রোহিতা আইন এখনও প্রয়োজন? প্রশ্ন সুপ্রিম কোর্টের

গত মাসের শেষের দিকে একই ভাবে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল জম্মু বিমানবন্দরের বায়ুসেনা ঘাঁটিতে। এবারও তেমনই কোনও নাশকতার ছক ছিল বলে অনুমান। তবে সেনার তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। গত কয়েক সপ্তাহে উপত্যকার আকাশে একাধিকবার ধরা পড়েছে সন্দেহভাজন ড্রোনের ঘোরাফেরা।

English Title: 
4 drones were spotted in four different locations in Jammu last night
News Source: 
Home Title: 

 বড়সড় নাশকতার ছক! একসঙ্গে জম্মুর আকাশে ৪টি সন্দেহজনক Drone-এর ঘোরাফেরা

বড়সড় নাশকতার ছক! একসঙ্গে জম্মুর আকাশে ৪টি সন্দেহজনক Drone-এর ঘোরাফেরা
Yes
Is Blog?: 
No
Section: