জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের প্রায় পঞ্চাশটি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্র নির্বাচনের কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ওইসব বিধানসভাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা। হাতে খুব বেশি সময় নেই। বাংলায় ৬ বিধানসভায় উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তিন সপ্তাহ পর নতুন স্টেটাস রিপোর্ট দিতে হবে টাস্ক ফোর্সকে: সুপ্রিম কোর্ট: সুপ্রিম কোর্ট


দেশের মোট ৪৮টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। পাশাপাশি ২টি লোকসভায় ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে রাহুল গান্ধীর ছেড়ে আসা আসন ওয়েনাড় ও মহারাষ্ট্রের একটি লোকসভা আসন।  


পশ্চিমবঙ্গে উপনির্বাচন হচ্ছে ৬ আসনে। এগুলি হল সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, তালডাঙরা ও হাড়োয়া। সিতাই বিধানসভার তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে সিতাই আসনটি ফাঁকা হয়ে গিয়েছে। মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে ফাঁকা হয়ে গিয়েছে মাদারিহাট আসনটি। হাড়োয়ায় তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে ওই আসনেও হবে উপনির্বাচন। অন্যদিকে, হাজি নরুল সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। ফলে বসিরহাট লোকসভায় ভোট হওয়ার কথা। কিন্তু আপাতত তা হচ্ছে না। মেদিনীপুর আসনে তৃণমূলের বিধায়ক জুন মালিয়া সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে ওই আসনে ভোট হবে। নৈহাটি আসনের বিধায়ক পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে নৈহাটিতেও উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, বাঁকুড়ার তালডাঙরা আসন থেকে অরূপ চক্রবর্তী সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে ওই আসনে উপনির্বাচন হবে।


বিধানসভা উপনির্বাচন নিয়ে বৈঠকে বসছে রাজ্য বিজেপি। কারা রাজ্যের ৬ আসনে কারা প্রার্থী হবেন তা নিয়েও ওই বৈঠক হবে।  বৈঠকে থাকছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল সহ এর রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রার্থী নির্বাচন সংক্রান্ত বৈঠক।


এদিকে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে নির্বাচন হবে ২০ নভেম্বর অন্যদিকে ঝাড়খণ্ডে ভোটে হবে ১৮ ও ২০ নভেম্বর। ফলপ্রকাশ হবে ২৩ নভেম্বর। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে ২৬ নভেম্বর। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৫ জানুয়ারি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)