নিজস্ব প্রতিবেদন : চিটফাণ্ড রুখতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। চিটফান্ড রুখতে বিলে সংশোধনী আনছে কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিটফান্ড রুখতে সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নয়া বিলে আরও কড়া শাস্তির বিধান রয়েছে। বিলে বলা হয়েছে,
# অনুমোদনহীন সংস্থা টাকা তুললেই FIR করা যাবে। #অনুমোদনহীন সংস্থার হয়ে কোনও ধরনের প্রচার করা যাবে না।
# প্রচার এবং বিজ্ঞাপনে অংশ নিলে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের বিরুদ্ধে এফআইআর করা হবে।



গত তিন বছরে চিটফাণ্ডকাণ্ডে ১৬৬টি মামলা রুজু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সবচেয়ে বেশি মামলা রুজু হয়েছে বাংলা এবং ওড়িশায়। মন্ত্রিসভার বৈঠক শেষে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।


আরও পড়ুন - মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী