ওয়েব ডেস্ক: এনডিএ-তে সামিল হলেও জেডিইউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পায়নি। এনিয়েই নীতীশ কুমাররে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খোঁচা দিলেন লালুপ্রসাদ ‌যাদব। আরজেডি সুপ্রিমোর কথায়, নীতীশ কুমারকে কলা দেখিয়েছেন নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লালুর কথায়, ‌"যে প্রতিষ্ঠা ও সম্মান তিনি এখানে পেতেন, তা ওখানে পাবেন না। বাঁদর গাছ থেকে পড়ে গেলে তাঁকে দল আর নেয় না।" নীতীশকে শপথগ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি লালুপ্রসাদের। 


বিহারের মুখ্যমন্ত্রী ‌যে বিশ্বাস‌যোগ্য জোটসঙ্গী নয়, তা আরও একবার উসকে দিয়েছেন লালু। তিনি বলেন, "নীতীশ কুমার দল ভেঙে ‌যাওয়ার ভয় পাচ্ছেন। তিনি বিজেপিকে ভরসা করতে পারছেন না। অন্যদিকে বিজেপিও ওঁনাকে ভরসা করে না। দু নৌকায় সওয়ার হয়েছেন নীতীশ কুমার। চালাকি করতে গিয়ে ফেঁসে গিয়েছেন। ‌যে কোনও মুহূর্তে নীতীশ কুমার পাল্টি মারবেন। আপাতত তিনি সংখ্যা জোগাড়ের চেষ্টা করে ‌‌যাচ্ছেন।"


আরও পড়ুন, দেশের দ্বিতীয় মহিলা প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমন