ওয়েব ডেস্ক: লালকৃষ্ণ আডবাণীর রথ আটকে খবরের শিরোনামে উঠেছিলেন তিনি। সেই রাজ কুমার সিংই এখন আরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। রবিবার মন্ত্রিসভার রদবদলে শপথ নিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৩ সালে রাজনীতিতে ‌যোগ দেন আর কে সিং। তবে তার আগে ১৯৯০ সালে তিনি প্রথম প্রচারের আলোয় আসেন। সোমনাথ থেকে অ‌যোধ্যায় রথ‌যাত্রায় বেরিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। বিহারের সমস্তিপুরে তাঁর রথের চাকা রুখে দেন। তখন বিহারে চলছে  লালুরাজ। আডবাণীকে গ্রেফতার করেছিলেন আর কে সিং।



১৯৭৫ বিহার ব্যাচের এই আইপিএস অফিসার অবসরের পর ২০১৩ সালে বিজেপিতে ‌যোগ দেন। তিনি ইউপিএ জমানায় স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলেছিলেন। তাঁর মেয়াদকালে সংসদ হামলার মূলচক্রী আফজল গুরু ও কসাবের ফাঁসি হয়েছিল। মালেগাঁও ও সমঝোতা বিস্ফোরণকাণ্ডে আরএসএস সদস্যদের বিরুদ্ধে অভি‌যোগ তুলে নাম প্রকাশ করে দিয়েছিলেন আর কে সিং। বিজেপিতে ‌যোগ দিয়ে আরা লোকসভা কেন্দ্রের প্রার্থী হন। ‌যা নিয়ে তীব্র আপত্তি ছিল সঙ্ঘের। ২০১৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনের আগে টিকিট বণ্টন নিয়ে দলের বিরুদ্ধে সরবও হয়েছিলেন আর কে সিং। এই প্রাক্তন আইপিএস অফিসারই হলেন মন্ত্রিসভার নতুন মুখ। 


আরও পড়ুন, দেশের দ্বিতীয় মহিলা প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমন