ওয়েব ডেস্ক : তৃতীয়বারের জন্য মোদী মন্ত্রিসভায় রদবদল হল রবিবার। মন্ত্রিসভায় এল ৯ নতুন মুখ। পদোন্নতি হল ৪ রাষ্ট্রমন্ত্রীর। একনজরে দেখে নেওয়া যাক, রদবদলের পর কে কোন মন্ত্রক পেলেন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ণমন্ত্রী
১) নির্মলা সীতারমন- প্রতিরক্ষা মন্ত্রক


২) পীযূষ গোয়েল- রেল মন্ত্রক


৩) ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, স্কিল ডেভেলপমেন্ট ও শিল্পোদ্যোগ মন্ত্রক


৪) মুখতার আব্বাস নকভি- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক


রাষ্ট্রমন্ত্রী
৫) অশ্বিনী কুমার চৌবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক


৬) বীরেন্দ্র কুমার- নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক


৭) শিব প্রতাপ শুক্ল- অর্থ মন্ত্রক


৮) অনন্ত কুমার হেগড়ে- স্কিল ডেভেলপমেন্ট ও শিল্পোদ্যোগ মন্ত্রক


৯) সত্যপাল সিং- মানবসম্পদ উন্নয়ন, জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রক


১০) গজেন্দ্র সিং শেখাওয়াত- কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রক


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী
১১) হরদীপ সিং পুরি- আবাসন ও নগরোন্নয়ন দফতর


১২) রাজকুমার সিং- বিদ্যুত মন্ত্রক এবং নতুন ও পুনর্বব্যহারযোগ্য শক্তি মন্ত্রক


১৩) কে আলফোন্স- পর্যটন মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক


আরও পড়ুন, ইস্তফা সুরেশ প্রভুর, নয়া রেলমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন পীযূষ গোয়েল