ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে বিজপির রদবদল বলে কটাক্ষ করল শিবসেনা। সদ্য এনডিএ-তে ‌যোগ দেওয়া জেডিইউও এনিয়ে এনডিএ-কে নিশানা করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লক্ষ্যনীয়ভাবে আজ নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির ছিল শিবসেনা। দলের সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, এনডিএ বলে কোনও কিছু এখন নেই। রাষ্ট্রপতি নির্বাচন বা জোটের বৈঠক এলেই শিবসেনাকে মনে পড়ে বিজেপি-র। মন্ত্রিসভার রদবদল আসলে এনডিএ-র রদবদল নয়, বিজেপি-র রদবদল। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে ওদের মধ্যে এখন অহংকার তৈরি হয়েছে। কিন্তু ওতে আমাদের কিছু এসে ‌যায় না। ‌যেহতু ওদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই ওরা ‌যা ইচ্ছে করছে।


এদিকে, নতুন মন্ত্রিসভায় জেডিইউ-র কোনও সাংসদেক না রাখায় খোঁচা দিতে ছাড়েনিন লালুপ্রসাদ ‌যাদব। আরজেডি প্রধান এদিন বলেন, ‌যে নিজেদের লোককে ছেড়ে ‌যায় তাকে কেউ নেয় না। এটাই নীতীশের ভবিতব্য।


আরও পড়ুন-ব্যক্তিগত অনিচ্ছা সত্ত্বেও, ত্রিপুরায় বামেদের মুখ্যমন্ত্রী মানিক সরকার