ওয়েব ডেস্ক : ব্যাঙ্কিং সেক্টরে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আর তাদের সেই সিদ্ধান্তে সিলমোহর দিতে এবার তা পাঠানো হল রাষ্ট্রপতির কাছে। তবে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গোপন রাখা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, Non Performing Assets-এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটি অর্ডিন্যান্স এনেছে। আর তাতেই রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আজ রাতেই রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিলে আগামিকাল সেই সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- '২০২৪ সালের আগে দেশে প্রধানমন্ত্রী পদ খালি নেই!'


সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে দেশের প্রতিটি ব্যাঙ্ককে কয়েকটি নির্দেশিকা দিয়েছে। তার মধ্যে ঋণ নিয়ে তা না ফেরানোর মানসিকতা নিয়ে থাকা গ্রাহকদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা এই বিষয়গুলি নিয়েই একটি অর্ডিন্যান্স এনেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।