নিজস্ব প্রতিবেদন: রাফাল নিয়ে সংসদে পেশ করা হল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট। আর সেই রিপোর্টে লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাফাল বাদ দিয়েই সংসদে পেশ হল ক্যাগ রিপোর্ট, বিরোধীদের দাপটে উত্তাল লোকসভা


CAG-এর রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে দামে রাফাল কেনার পরিকল্পনা করেছিল। তার থেকে অনেক সস্তায় ফ্রান্স থেকে ওই যুদ্ধবিমান কিনছে মোদী সরকার।


কত সস্তায় কেনা হচ্ছে, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে CAG-এর রিপোর্টে। জানানো হয়েছে, মনমোহন জমানার চেয়ে ২.৮৬ শতাংশ কম দামে মোদী সরকার কিনছে রাফাল। তবে ফ্লাইঅ্যাওয়ে অবস্থায় যে যুদ্ধবিমান আনার কথা ফ্রান্স থেকে সেখানে দুই সরকারের দামে কোনও হেরফের নেই।


আরও পড়ুন: রাফাল চুক্তিতে ‘দুর্নীতি বিরোধী’ শর্ত এড়িয়ে গেছে মোদী সরকার! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য


CAG-এর রিপোর্ট অনুযায়ী, সার্বিকভাবে ইউপিএ আমলে যে যুদ্ধবিমান কেনা হচ্ছিল, তার পর বায়ুসেনার চাহিদা অনুযায়ী এখনকার রাফালে অনেক পরিবর্তন করা হয়েছে। আরও বেশি আধুনিক ও সমরাস্ত্রসজ্জিত হচ্ছে এই যুদ্ধবিমান। এর জন্য খরচও বাড়ছে। ইউপিএ আমলের প্রস্তাবিত চুক্তির সঙ্গে তুল্যমূল্য হিসেব করলে ভারতের লাভ হচ্ছে প্রায় ১৭ শতাংশ।