রাফাল বাদ দিয়েই সংসদে পেশ হল ক্যাগ রিপোর্ট, বিরোধীদের দাপটে উত্তাল লোকসভা
সকালে একবার লোকসভা মুলতুবি হলেও এবার প্রবল হট্টোগোলের মধ্যেই কাজ চালিয়ে যান স্পিকার। শেষ পর্যন্ত, সোনিয়া গান্ধীর সম্মতিতে ওয়াক আউট করে কংগ্রেস
নিজস্ব প্রতিবেদন: রাফাল ছাড়াই সংসদে পেশ হল ক্যাগ রিপোর্ট। তাতেও হট্টগোল থামল না। রাহুলের নয়া অভিযোগের পর জেপিসির দাবিতে আরও সুর চড়াল কংগ্রেস। দাবি খারিজে ওয়াকআউট করলেন সাংসদরা। রাফাল নিয়ে ক্যাগ রিপোর্ট পেশের আগেই তা খারিজ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসকে পাল্টা পরিবারতন্ত্রের খোঁচা অরুণ জেটলির।
ভোটের আগে সংসদের শেষ অধিবেশন। শেষ লগ্নে রাফাল নিয়ে সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টায় কংগ্রেস-সহ বিরোধীরা। এদিনই রাহুল গান্ধীর নতুন অভিযোগ, রাফাল চুক্তি হওয়ার আগেই, চুক্তির কথা অনিল আম্বানিকে জানিয়ে দেন প্রধানমন্ত্রী। এরপরই, নতুন উদ্যমে সংসদে হইচই শুরু করে দেন কংগ্রেস সাংসদরা। লোকসভার ওয়েলে নেমে পড়েন তাঁরা।
আরও পড়ুন- ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়ার নেই অনুমতি, বিমানবন্দরেই অখিলেশকে বাধা দিল যোগীর পুলিস
সকালে একবার লোকসভা মুলতুবি হলেও এবার প্রবল হট্টোগোলের মধ্যেই কাজ চালিয়ে যান স্পিকার। শেষ পর্যন্ত, সোনিয়া গান্ধীর সম্মতিতে ওয়াক আউট করে কংগ্রেস। এদিন, সংসদে ৩টি ক্যাগ রিপোর্ট পেশ হয়। তার মধ্যে একটি প্রতিরক্ষা সংক্রান্ত রিপোর্ট। তবে, রাফাল নিয়ে কোনও রিপোর্ট পেশ করা হয়নি। যদিও, সূত্রের খবর, বিমানের দাম ছাড়াই রাফালের রিপোর্ট তৈরি করে ফেলেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস। লোকসভায় ক্যাগ রিপোর্ট ফাঁসের অভিযোগ তোলে কংগ্রেস।
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন অরুণ জেটলি। তাঁর মন্তব্য, পরিবারবাদকে বাঁচাতেই সিএজি-র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অর্থমন্ত্রকে থাকাকালীন রাজীব মহর্ষির কাছে রাফালের ফাইল যায়নি। ভারতীয় রাজনীতির দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি পরিবারতন্ত্রে বন্দি হয়ে গিয়েছে। দলের সিনিয়র নেতাদের মুখ খোলার সাহস নেই। বফর্সে অভিযোগ প্রমাণিত না হলেও রাজীব গান্ধীকে গদি হারাতে হয়। রাজনৈতিক মহল বলছে, রাফালকে মোদীর বফর্স করে তুলতে চাইছেন রাহুল। কতটা সফল হবেন ভোটেই মিলবে তার উত্তর।