ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজ্যের জন্য আলাদা পতাকার পরিকল্পনা। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার এই উদ্যোগ উস্কে দিয়েছে বিতর্ক। এখন জম্মু-কাশ্মীর ছাড়া দেশের অন্য কোনও রাজ্যের আলাদা পতাকা নেই। রাজ্যের নিজস্ব পতাকার নকশা তৈরিতে ইতিমধ্যেই ৯ সদস্যের কমিটি গঠন করে ফেলেছেন কংগ্রেস-শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী। আরও পড়ুন- উপরাষ্ট্রপতি নির্বাচন : মাস্টারস্ট্রোক বনাম মতাদর্শ


রাজ্যের নিজস্ব পতাকার দাবি কর্নাটকে নতুন নয়। ২০১২ সালে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার, হাইকোর্টকে জানায়, তারা এই দাবির পক্ষে নয়। কারণ, এর ফলে জাতীয় সংহতির ধারণায় আঘাত আসবে। সিদ্দারামাইয়া রাজ্যের নিজস্ব পতাকা তৈরির উদ্যোগ নেওয়ার দেশ-বিরোধিতার অভিযোগ করেছে বিজেপি। পলিটিক্যাল গিমিকের কথাও বলছে তারা। সূত্রের খবর, দলের মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় সায় নেই কং হাইকমান্ডেরও। যদিও, নিজের সিদ্ধান্তে অনড় সিদ্দারামাইয়া।