চোখের নিমেষে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ফ্লাইওভার থেকে চলন্ত গাড়ি উড়ে এসে পড়ল নীচে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক পথচারী। ভয়ঙ্কর ওই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন-রেশনকার্ড-আধার সংযোগ, নয়া ই-পস ব্যবস্থা মানতে নারাজ রাজ্যের ডিলাররা


শনিবার ওই দুর্ঘটনা ঘটে হায়দরাবাদের বায়ো ডাইভার্সিটি জাংশনের কাছে এক ফ্লাইওভারে।  সেতুর নীচে স্বাভাবিকভাবেই মানুষজন চলাফেরা করছিলেন। ঘুণাক্ষরেও তাঁরা টের পাননি ওপর থেকেই নেমে আসছে মৃত্যুদুত।



সিসিটিভিতে ধরা পড়েছে আচমকাই ফ্লাই ওভারের নীচে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে পড়ল একটি লাল রঙের গাড়ি। একটি গাছের বড়সড় ডাল ভেঙে নিয়ে সেটি পড়ল নীচে। নীচে দাঁড়িয়ে ছিল কয়েকটি অটো। গাড়ির ধাক্কায় উড়ে এল কয়েকটি সাইনবোর্ড।  বিকট শব্দ পেয়ে দৌড় লাগালেন মানুষজন।



পড়ুন-মহারাষ্ট্রের কুরসিতে ফডণবীস, সুপ্রিম কোর্টের দরজায় শিবসেনা-এনসিপি-কংগ্রেস


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি এসে পড়েছে অটোগুলো যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই। তবে আশ্চর্যের বিষয় হল ঘটনায় বেঁচে গিয়েছেন গাড়ির চালক।