নিজস্ব প্রতিবেদন: ফের আইনি বিপাকে জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনাটি (Carry Minati)। ভিডিওয় মহিলাদের প্রতি যৌনতাপূর্ণ ইঙ্গিতের (Sexual Remarks) অভিযোগে তাঁর বিরুদ্ধে  পুলিসে অভিযোগ দায়ের হল। ক্যারির বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন দিল্লির (Delhi) এক আইনজীবী। অনলাইন প্ল্যাটফর্মে ক্যারি মিনাটির বানানো ভিডিওয় (Video Content) মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যারি মিনাটির বিরুদ্ধে একাধিক ক্রিমিন্যাল অ্যাক্টে (Criminal Act) অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির আইনজীবী গৌরব গুলাঠী ৩৫৪,৫০৯,২৯৩ এবং ৩/৬/৭ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগে ঐ আইনজীবী জানান, ইউটিউবে আপত্তিকর ভিডিও পোস্ট করেন ক্যারি। সেখানে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য ও যৌন ইঙ্গিত প্রদর্শন করা হয় বলে ক্যারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। টুইট করে অভিযোগ ডায়েরিও উল্লেখ করেছেন ঐ আইনজীবী।


যদিও এটাই প্রথমবার নয়। এর আগে ২০২০ সালে ইউটিউবের সঙ্গে টিকটিকের তুলনা টেনে এনেও বিপাকে পড়েন ক্যারি মিনাটি। 


আরও পড়ুুন: NDA: জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে এবার মহিলারাও, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)