জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ছবি চলছে রমরমিয়ে। প্রথমদিনেই বক্স অফিস কালেকশন প্রায় ৬০ কোটি টাকা! কিন্তু 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে ঘটেছে দুর্ঘটনা। পদপিষ্ঠ হয়ে প্রাণ গিয়েছে এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে  মৃতার নয় বছরের সন্তান। সেই ঘটনার এবার খোদ ছবির নায়ক  আল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করল পুলিস। রেহাই পেলেন না সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Allu Arjun| Pushpa 2 The Rule Review: তিন ঘণ্টার 'মেগা এন্টারটেনার', ফিরে এসে ‘পুষ্পা ২’র কালেকশন কত? কতটা জ্বলল আগুন


ঘটনাটি ঠিক কী? গতকাল বুধবার সন্ধ্যায়  হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো ছিল  ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা। সাধারণ দর্শকদের সঙ্গে ছবি দেখতে হাজির ছিলেন ছবির নায়ক আল্লু অর্জুন। সঙ্গে অভিনেত্রী  রশ্মিকা মান্ধানাও। ফলে আরও ভিড় হয়েছিল। রাত সাড়ে দশটা যখন আল্লু অর্জুন যখন পৌঁছন, তখন কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিসের তরফে চেষ্টা করা হলেও কিছুতেও সামলানো যাচ্ছিল না। তখনই ঘটে বিপত্তি।


এদিম পুলিস জানিয়েছে, 'আগাম খবর না দিয়েই  প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়।  পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিসও। হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ বলেছেন, 'তিনি যে থিয়েটারে আসছেন, সেই বিষয়ে থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি'। জানান, 'আল্লু অর্জুন এবং তার দলের জন্য কোনও আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। তাঁরা যে সেখানে আসছেন, থিয়েটার ম্যানেজমেন্ট তা আগে থেকে জানত'। 


আরও পড়ুন:  Tota | Shantanu: বছর শেষে প্রতিম ডি গুপ্তার ছবিতে দারুণ চমক! টোটা-শান্তনুর ধুন্ধুমার নাচ...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)