নিজস্ব প্রতিবেদন : জাতের অঙ্কে ভোটের হিসেব কষছেন নেতারা। মোদী-রাহুল কেউই বাদ নন। গুজরাটে এবার গো-বলয়ের ছবি। সবরমতীর পাড়ে চলছে সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহত্মা গান্ধীর গুজরাটে এ কোন ভোট! সবরমতীর পাড়ে শুধুই কি চলছে জাতপাতের অঙ্ক। গো-বলয়ের রাজ্যগুলিকেও এবার হার মানাচ্ছে গুজরাট।


পতিদার নেতা হার্দিক প্যাটেল, ওবিসি নেতা অল্পেশ ঠাকোর এবং দলিত নেতা জিগ্নেশ মেবানির হাত ধরে নরেন্দ্র মোদী-অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাহুল গান্ধী। মেরুকরণ ছাপিয়ে জাতের অঙ্কেই এবার মোদীর খাসতালুকে হচ্ছে 'কাঁটে কা টক্কর'। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আরও পড়ুন- গুজরাট নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে বাংলার বিএসএফ ট্রুপ


এই পরিস্থিতিতে গুজরাটের জনবিন্যাসের দিকে একবার তাকানো যাক। হিন্দুদের বাস ৮৯শতাংশ। ১০শতাংশ মুসলিম জনসংখ্যা। অন্যদিকে, ৫১শতাংশ রয়েছে অন্যান্য অনগ্রসর জাতী ও উপজাতি। পতিদার ১৫শতাংশ। দলিতরা রয়েছেন মাত্র ৭শতাংশ।


মোদীকে হারাতে এবার কংগ্রেসের টার্গেট প্যাটেল এবং ওবিসি-দলিত ভোট। কনফিডেন্ট হলেও, সাবধানী বিজেপি। চলছে সোশাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। কংগ্রেস-বিজেপি দু-দলই ৫০টির বেশি আসনে পতিদার এবং ওবিসি প্রার্থী দিয়েছে। অন্যদিকে, কংগ্রেসের মুসলিম প্রার্থী মাত্র ৭জন হলেও, বিজেপি একজনও মুসলিম প্রার্থী দেয়নি।


বিজেপি তো বটেই। ভোটে হিন্দুত্বের বার্তা নিয়ে হাজির এবার কংগ্রেসও। মুসলিম ভোট নিয়ে যেন কারোরই কোনও চিন্তা নেই। গান্ধীর রাজ্যে জাতপাতের অঙ্কে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট নিয়েই কাটাকুটির অঙ্ক কষছেন মোদী-রাহুল।