নাচ দেখে মোহিত! জলসায় নর্তকীদের উপর `নোটবৃষ্টি` পুলিসকর্মীর
উন্নাওতে আয়োজিত একটি স্থানীয় মেলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিসকর্মী। মেলায় রাত বাড়তেই শুরু হয় জলসা।
নিজস্ব প্রতিবেদন : জলসায় নর্তকীদের ওপর মুঠো মুঠো টাকা ছড়াতে দেখা গেল উত্তরপ্রদেশের এক পুলিসকর্মীকে। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাজ্যের উন্নাওতে একটি জলসায় ওই পুলিসকর্মী মঞ্চে উঠে টাকা ছড়াচ্ছেন। ইতিমধ্যেই ভাইরাল ভিডিওটি। সংশ্লিষ্ট পুলিসকর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পদস্থ কর্তারা।
জানা গেছে, উন্নাওতে আয়োজিত একটি স্থানীয় মেলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিসকর্মী। মেলায় রাত বাড়তেই শুরু হয় জলসা। উচ্চস্বরে গানের সঙ্গে শুরু হয় অশ্লীল নাচ। আর সেই মঞ্চে উঠেই হাতে মুঠোভর্তি টাকা নিয়ে তা ছড়াতে দেখা যায় ওই পুলিসকর্মীকে। মঞ্চে তাঁর কাঁধে ছিল একটি বন্দুকও।
গোটা ঘটনাটির ছবি ধরা পড়ে ক্যামেরায়। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। বিষয়টি সামনে আসতেই অভিযুক্ত পুলিসকর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পদস্থ পুলিসকর্তারা।
আরও পড়ুন- ইঞ্জিন ছাড়াই ওড়িশায় ছুটল যাত্রীবোঝাই ট্রেন