নিজস্ব প্রতিবেদন: উন্নাওকাণ্ডে উত্তরপ্রদেশ পুলিসের অস্বস্তি বাড়াল সিবিআই। বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার নিজের বাড়িতে ধর্ষণ করেছে বলে দাবি সিবিআই-এর। উত্তরপ্রদেশ পুলিস বিষয়টিকে ধামাচাপা দিতে এফআইআর-এ বিধায়কের নামই উল্লেখ করেনি।  এফআইআর ছিল না বিধায়কের সাগরেদদের নামও। এমনকি নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করতেও যোগী সরকারের পুলিস গড়িমসি করেছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।


প্রাথমিকভাবে সব দোষ অস্বীকার করেছিল এই বিজেপি বিধায়ক। অভিযোগ সামনে আসতেই কুলদীপের অনুগামীরা উত্তেজনা ছড়ানোর চেষ্টাও করেছিল। কিন্তু, প্রধান অভিযুক্ত তথা বিজেপি বিধায়ক কুলদীপকে দীর্ঘক্ষণ জেরা করতেই সিবিআই-এর কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যায়। পাশাপাশি, নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, গোড়া থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় যোগী সরকার। আরও পড়ুন- চুরি যায়নি রবির নোবেল! দেব আবারও ঘটালেন বিপ্লব