নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে সিবিআই-এর বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা, কানিমোঝি সহ ১৭ জন বেকসুর খালাস পাওয়া স্বস্তি মিলেছে কংগ্রেস শিবিরে। একইরকম ভাবে শুক্রবার আদর্শ দুর্নীতি মামলায় নাম জড়ানো মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বনে বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল বম্বে হাইকোর্টে। ফের স্বস্তি মেলে কংগ্রেস শিবিরে। এবার পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ানো আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শনিবার রায় দান আদালতের। এদিনই কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ যাদব? সেই উত্তরটাই শনিবার মিলবে রাঁচির বিশেষ সিবিআই আদালতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফের ফেল সিবিআই, টুজি-র পর এবার আদর্শ দুর্নীতিকাণ্ডে স্বস্তিতে কংগ্রেস


১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে রাজস্ব ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। আর এই দুর্নীতিতেই নাম জড়ায় আরজেডি প্রধানের। এর আগেও আরও একটি পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হন তিনি। তার জেরেই লালুকে খোয়াতে হয় লোকসভার সদস্য পদ। এমনকি ভোটে দাঁড়ানো থেকেও বিরত থাকতে হয় তাঁকে।