ওয়েব ডেস্ক: সাজা ঘোষণার আগে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা রাম রহিম।কখন ফুঁপিয়ে কেঁদে উঠেছেন। কখনও আবার ভেউ ভেউ করেছেন। বার বার ক্ষমা চেয়েছিলেন এই ‘গডম্যান’। কাঁদতে কাঁদতে কখনও ক্ষমা চেয়ে নেন, আবার কখনও দাবি করেন যে, আসলে তিনি নির্দোষ, ফাঁসানো হচ্ছে তাঁকে। কিন্তু এ সব কোনও কিছুতেই কর্ণপাত করেননি সিবিআই আদালতের বিচারক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভরপুর আদালতে স্বঘোষিত ধর্মগুরুকে এমন ভাষায় ভর্তসনা করেন, যে আবারও কেঁদে ফেলেন রাম রহিম। কী এমন বলেছিলেন সেদিন বিচারক দেখুন..


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিচারকের কথায়, ‘নিজের আশ্রমের সাধ্বীদের পর্যন্ত ছাড়েননি রাম রহিম। তাঁদের সঙ্গে বন্য পশুদের মতো আচরণ করেছেন।’ আর তাই রাম রহিমকে কোনও ভাবেই দয়া করা যায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন জগদীপ সিংহ। তিনি আরও জানান, রাম রহিমের মতো অপরাধীদের জন্য ধর্ম, আধ্যাত্মিকতা, সংস্কৃতি, সমাজ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়ে। আর এই কারণেই এই স্বঘোষিত ধর্মগুরুকে কোনও ভাবেই ছাড় দেননি বিচারক।