বিজয়ন নিষ্কলঙ্ক, সিবিআই-এর অভিযোগ অসত্য, জানাল কেরল হাইকোর্ট
ওয়েব ডেস্ক: কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়নের বিরুদ্ধে সিবিআই-এর আনা দুর্নীতির অভিযোগ অসত্য, রুলিং জারি করে আজ জানিয়ে দিল সেরাজ্যের হাইকোর্ট। বিজয়নের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কোনও প্রমাণ সিবিআই দাখিল করতে না পারায় ২০১৩ সালে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মামলার আওতা থেকে মুক্তি দেয় বিশেষ সিবিআই আদালত। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি, আজ সেই মামলাতেই রুলিং জারি করে সিবিআই-এর অভিযোগকে অসত্য বলে জানিয়ে দিল আদালত।
১৯৯০ সালে কেরলের তত্কালীন বাম নেতৃত্বাধীন জোট সরকারের শক্তিমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে হাইড্রোলিক প্রজেক্টের মেরামতিতে কানাডার সংস্থা এসএনসি-লাভালিনকে নিয়োগ করে ৩৭৫ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তোলা হয়। সেসময় বাম জোট সরকারের মেয়াদ উত্তীর্ণ হতেই পরের বার ক্ষমতায় আসে কংগ্রেসের সরকার। সেই কংগ্রেস সরকারই সিবিআই তদন্তে সম্মতি জানায়।