নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহের মধ্যে উন্নাওয়ের গাড়ি দুর্ঘটনার তদন্ত শেষ এবং দু’সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তদন্তভার হাতে আসতেই জোরকদমে নেমে পড়লেন সিবিআইয়ের আধিকারিকরা। রবিবার উত্তর প্রদেশের ১৭টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এমনকি মূল অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারীরা। শনিবার সীতাপুরের জেলে কুলদীপের সঙ্গে দেখা করে তদন্তকারীর একটি দল। কুলদীপকে জিজ্ঞাসাবাদ করার পরই আজ এমন তত্পরতা দেখা যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গত ২৮ জুলাই নির্যাতিতার গাড়ির দুর্ঘটনায় ট্রাকের নম্বর প্লেটে বিভ্রান্তি খুঁজে পান তদন্তকারীরা। ট্রাকের মালিক দেবেন্দ্র সিংকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায়, গাড়ি কিনে টাকা শোধ না দিতে পারায় নম্বর প্লেটে কালি লেপে দেওয়া হয়। এজেন্সির আধিকারিকদের চোখে ধুলো দিতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু ওই এজেন্সির দাবি, দেবেন্দ্র সিং গাড়ির সব টাকা শোধ করে দিয়েছেন। ওই গাড়ির ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও রয়েছে বলে দাবি। উল্লেখ্য, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রায়বরেলির লালগঞ্জ টোলপ্লাজা থেকে বেরনোর সময় ওই গাড়ির নম্বর প্লেটে কালি লেপা ছিল না। কিন্তু দুর্ঘনাস্থলে নম্বর প্লেট কালি মাখা অবস্থায় পাওয়া যায়। গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করে চলছে জিজ্ঞাসাবাদ।


** উন্নাও কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়.. পড়ুন - উন্নাওয়ের নির্যাতিতাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের


** অভিযুক্ত বিধায়ক কুলদীপের বিরুদ্ধে বিজেপির পদক্ষেপ... পড়ুন উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত, চাপের মুখে বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দল থেকে তাড়াল বিজেপি


** ট্রাকের সঙ্গে ধাক্কা উন্নাওয়ের নির্যাতিতার গাড়ি... পড়ুন- দুর্ঘটনা না খুনের ষড়যন্ত্র! উন্নাও ধর্ষণ কাণ্ডের তদন্তে সিবিআই


গত ১ অগস্ট উন্নাও মামলা সুপ্রিম কোর্টে উঠলে সবিস্তারে ঘটনা জানার পর উত্তর প্রদেশ সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্জ জানায়...

১) নাবালিকার ধর্ষণ ও ট্রাকে পিষে খুন করার অভিযোগ-সহ ৫টি মামলা উত্তর প্রদেশ থেকে দিল্লির তিস হাজারি (পশ্চিম) আদালতে স্থানান্তরিত করা হয়। বিচারক ধর্মেশ শর্মার অধীনে চলবে বিচারকার্য।


২) সুপ্রিম কোর্ট জানায়, ৪৫ দিনের মধ্যে ওই ৫ মামলার রায় দেওয়া হবে। তাই প্রতিদিন হবে শুনানি।


৩) ট্রাকে পিষে খুনের অভিযোগের তদন্ত মাত্র ৭ দিনের মধ্যে সিবিআইকে শেষ করার নির্দেশ দেওয়া হয়। ১৫ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে।


৪) পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ২৫ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ এবং নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।