নিজস্ব প্রতিবেদন: হানা খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতাকে নিয়ে ভুবনেশ্বর রওনা সিবিআইয়ের


শুক্রবার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুড়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ২০০৯ সালে গুরুগ্রামে জমি বন্টনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে হুড়ার বিরুদ্ধে। জমি কেলেঙ্কারির অভিযোগে গুরুগ্রাম ছাড়াও, চণ্ডীগড়, রোহতক, নয়াদিল্লি ও মোহালিতেও তাল্লাশি চালিয়েছে সিবিআই। এদিন সকালে রেহতকে হুড়ার বাসভবনে আসে সিবিআই।


আরও পড়ুন-বন্ধুর সঙ্গে 'পরকীয়া' স্ত্রীর? সন্দেহেই বেহালায় মদের আসরে খুন যুবক


হুড়া সরকারের তত্কালীন মুখ্যসচিব আইএএস আধিকারিক টি সি গুপ্তা ও ১৫ জন বিল্ডার্সের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। সিবআইয়ের পক্ষে এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, দিল্লি ও তার আশপাশের ৩০টি জায়গা সহ হুড়ার দিল্লির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত গুরুগ্রামে জমি বন্টনের অভিযোগেই ওইসব তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, ১৪১৭ একর জমি নিয়ম বহির্ভূতভাবে বন্টন করা হয়েছে।