নিজস্ব প্রতিবেদন: আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণকাণ্ডে চন্দা ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডি কোছর ও  তাঁর স্বামী দীপক কোছরের  বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। এই মামলায় ভিডিওকন গ্রুপের ম্যানেজিং ডিরেকটর   ভেনুগোপাল ধুত এবং অন্যান্যদেরও নাম রয়েছে  সিবিআইয়ের মামলায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের কাছ থেকে ৩,২৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল ভিডিওকন। তারপর কয়েক কোটি টাকা নুপাওয়ার নামে একটি সংস্থায় বিনিয়োগ করেন ভেনুগোপাল ধুত। নুপাওয়ার সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা চন্দা কোছরের স্বামী দীপক। ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বার্থের সংঘাত হয়েছে বলে অভিযোগ উঠেছে ছন্দার বিরুদ্ধে।


এদিনই মুম্বই ও ঔরঙ্গাবাদের নুপাওয়ার রিনিউবেলস প্রাইভেট লিমিটেডের বিভিন্ন অফিসে তল্লাশি চালায় সিবিআই।      


সেবির প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত কয়েকবছর ধরে ভিডিওকনের সঙ্গে একাধিক ব্যবসায় জড়িত ছিলেন দীপক কোছর। নুপাওয়ারের প্রোমোটার ছিলেন ভিডিওকনের প্রধান ভেনুগোপাল ও দীপক। 


আরও পড়ুন- প্রতারণা থেকে বাঁচতে ডেবিট কার্ডে খরচের সীমা বাঁধতে পারবেন SBI গ্রাহকরা


২০১৮ সালের মার্চে ভেনুগোপাল ধুত, দীপক কোছর ও অন্যান্যদের বিরুদ্ধে  প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই। প্রমাণ জোগাড় করে এফআইআর দায়েরের আগে প্রাথমিক তদন্ত করে তদন্তকারী সংস্থা।