প্রতারণা থেকে বাঁচতে ডেবিট কার্ডে খরচের সীমা বাঁধতে পারবেন SBI গ্রাহকরা

Jan 24, 2019, 16:59 PM IST
1/7

আপনি কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক? আপনার কি ডেবিট কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ডেবিট কার্ডের মাধ্যমে প্রতারণা আটকাতে নয়া ব্যবস্থা আনল এসবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

2/7

নতুন ব্যবস্থায় ডেবিট কার্ডে সর্বোচ্চ খরচের সীমা বেঁধে দিতে পারবেন গ্রাহকরা। একের পর এক প্রতারণার ঘটনার জেরে এমন পদক্ষেপ করেছে ব্যাঙ্ক। তবে এই ব্যবস্থাও সতর্কতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়েছে এসবিআই।   

3/7

কীভাবে ডেবিট কার্ডে খরচের সীমা বাঁধবেন? লিমিট পরিবর্তন বা চালু করার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এসআইবি-এর অফিসিয়াল অ্যাপ YONO। 

4/7

এরপর অ্যাপের মেনু থেকে যেতে হবে সার্ভিস রিকোয়েস্টে। 

5/7

সার্ভিস রিকোয়েস্টে গিয়ে এটিএম/ডেবিট কার্ড বিকল্পে যান। সেখান থেকে কার্ডের খরচের সীমা নির্ধারণ করতে পারবেন। 

6/7

এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এসবিআই কার্ড, এসবিআই  মিউচুয়াল ফান্ড, এসবিআই জীবন বিমা, এসবিআই সাধারণ বিমা ও সিকিউরিটিস সংক্রান্ত সবরকম পরিষেবা দেয় YONO অ্যাপ ও ওয়েবসাইট।  YONO-র অর্থ 'You Only Need One'। 

7/7

বলে রাখি, এই অ্যাপ দিয়ে বিনা নথিতে তত্ক্ষণাত্ এসবিআই অ্যাকাউন্ট খুলতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। এই পরিষেবা চালু রয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।