ওয়েব ডেস্ক: আজ CBSE-র দশম শ্রেণির ফলপ্রকাশ। বোর্ডের তরফে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই তা আপলোড করা হবে বিভিন্ন ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা সেইসব ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবেন সঙ্গে সঙ্গে নিজেদের সুবিধামতো। ওয়েবসাইটগুলি হল: www.results.nic.in,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ নির্বাচন কমিশনের ছুঁড়ে দেওয়া ইভিএম চ্যালেঞ্জ কীভাবে সামলায় রাজনৈতিক দলগুলি, দেখার সেটাই


www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.examresults.net। SMS-ও ফল জানা যাবে। এছাড়া সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের IVR পরিষেবার মাধ্যমেও দশম শ্রেণির ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর CBSE-র দশম শ্রেণির পরীক্ষায় মোট সাতাশ লক্ষ পয়ষট্টি হাজার নশো তিরানব্ববই জন ছাত্র ছাত্রীর মধ্যে, পরীক্ষায় বসেছিল ষোলো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর জন।


আরও পড়ুন  একই শরীরে একজোড়া হার্ট, একটি আবার নারীর 'হৃদয়'!