CBSE টপার রক্ষা গোপালের মার্কশিট দেখুন! ইন্টারনেটে ভাইরাল
ওয়েব ডেস্ক: প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট। এবছর মোট ১১ লক্ষ পরীক্ষার্থী CBSE পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। CBSE –র পরীক্ষায় এবছর প্রথম হয়েছে নয়ডার এমিটি ইন্টারন্যাশনাল স্কুলের রক্ষা গোপাল। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে এবছর প্রথম হয়েছে সে। ইন্টারনেটে এখন ভাইরাল তার মার্কশিট।
ওয়েব ডেস্ক: প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট। এবছর মোট ১১ লক্ষ পরীক্ষার্থী CBSE পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। CBSE –র পরীক্ষায় এবছর প্রথম হয়েছে নয়ডার এমিটি ইন্টারন্যাশনাল স্কুলের রক্ষা গোপাল। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে এবছর প্রথম হয়েছে সে। ইন্টারনেটে এখন ভাইরাল তার মার্কশিট।
প্রসঙ্গত, ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ভূমি সাওয়ান্ত। এছাড়াও ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে আদিত্য জৈন। একইসঙ্গে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে মান্নাত লুথরা।
আপনি কি লাইট সিগারেট খান, যাতে ক্যানসারের কবলে না পড়েন? ভুল করছেন
চর্বিযুক্ত মাছ উপকারী নাকি ক্ষতিকর? জেনে নিন