CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত; পাশের হারে এগিয়ে মেয়েরা, বিস্তারিত জানা যাবে cbseresults.nic.in সাইটে
করোনার কারণে কোনও মেরিট লিস্ট এবার প্রকাশ করা হবে না
নিজস্ব প্রতিবেদেন: করোনা আতঙ্কের মধ্যেই অবশেষে প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার ৮৮.৭৮ শতাংশ। জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী রমেশ পোখরিওয়াল।
টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল জানা যাবে cbseresults.nic.in সাইট থেকে। যাঁরা ফলাফল প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। পড়ুয়াদের স্বাস্থ্য ও শিক্ষার মান বজায় রাখাই আমাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন-টলিউড অভিনেত্রীকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিস
কীভাবে জানবেন ফল
# CBSE-র সাইট cbseresults.nic.in-এ লগ ইন করতে হবে।
# 'CBSE Board Class 12 Result'-এই লিঙ্কে ক্লিক করতে হবে।
# দিতে হবে পরীক্ষার্থীর রোল লম্বর ও অন্যান্য তথ্য।
# এরপর সাবমিট করলেই দেখা যাবে ফলাফল।
# ফলাফল ডাউনলোডও করে নেওয়া যাবে।
আরও পড়ুন-প্রদেশ কংগ্রেস অফিস থেকে সরানো হল পোস্টার, দলের বৈঠকে আজই বরখাস্ত করা হবে সচিনকে!
CBSE-র তরফে জানানো হয়েছে
# করোনার কারণে কোনও মেরিট লিস্ট এবার প্রকাশ করা হবে না।
# ৪০০ পড়ুয়ার ফলাফল পরে প্রকাশিত হবে।
# ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৫.৯৬ শতাংশ বেশি।
# ত্রিবান্দ্রম রিজিয়নে পাশের হার ৯৭.৬৭ শতাংশ, বেঙ্গালুরু রিজিয়নে পাশ করেছে ৯৭.০৫ শতাংশ, চেন্নাইয়ে ৯৬.১৭ শতাংশ, দিল্লি পশ্চিমে ৯৪.৬১ শতাংশ, দিল্লি পূর্বে পাশের হার ৯৪.২৪ শতাংশ