ওয়েব ডেস্ক: আদালতে সিসিটিভি! প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে কমপক্ষে দুটি জেলা আদালতে সিসিটিভি বসানোর নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত আরও জানিয়েছে, ওইসব সিসিটিভির ফুটেজ কখনই তথ্য জানার অধিকার আইনে পাওয়া যাবে না, কেবলমাত্র সংশ্লিষ্ট হাইকোর্টের নির্দেশেই ওই ফুটেজ প্রকাশ পেতে পারে।



এদিকে, জম্মু-কাশ্মীরের মুসলিমদের 'সংখ্যালঘু' তকমা নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিমকোর্টে। শীর্ষ আদালতে প্রশ্ন তোলা হয়, ওই রাজ্যের মোট জনসংখ্যার ৬৮ শতাংশই মুসলমান, তাহলে ওই রাজ্যে মুসলিমদের কি আর 'সংখ্যালঘু' বলা চলে? অঙ্কুর শর্মার দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জদগীশ সিং কেহর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষান কাউলের ডিভিশন বেঞ্চ আজ কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর রাজ্য সরকারকে এই বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে।


আরও পড়ুন- করছাড়ের জন্য লগ্নি করতে চান? পেমেন্ট করুন অনলাইনে...