নিজস্ব প্রতিবেদন: ফের বিনা প্ররোচনায় চালানো পাকিস্তানের গুলিতে শহিদ হলেন ১ ভারতীয় জওয়ান। শনিবার সকালে জম্মু - কাশ্মীরের নওসেনা সেক্টরে গুলি চালায় পাকিস্তান। পাক গুলিতে শহিদ হয়েছেন মণিপুরের বাসিন্দা জওয়ান বিকাশ গুরুং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ভোর চারটে নাগাদ রাজৌরি জেলার নওসেরা সেক্টরে ভারতীয় চৌকি লক্ষ্য করে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ছুটে আসে গুলি। গুলিতে নিহত হন বিকাশ গুরুং। 



চার দিন আগেই পাকিস্তানের গুলিতে শহিদ হয়েছিলেন ১ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট-সহ বিএসএফের ৪ জওয়ান। জম্মুর রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাক রেঞ্জার্সদের বিনা প্ররোচনায় চালানো গুলিতে নিহত হন তাঁরা।


লোকসভা নির্বাচনে জোটমন্ত্রে বাজিমাত করতে দেশজুড়ে মাত্র ২৫০ আসনে লড়বে কংগ্রেস 


 



সম্প্রতি রমজান উপলক্ষে অস্ত্রবিরতিতে সহমত হয়েছিল দুদেশের সেনা। ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি লাগু করতে সবুজ সংকেত দিয়েছিল দুদেশের ডিজিএমও। তার পরও একের পর এক ঘটনায় পাকিস্তানের গুলিতে প্রাণ গিয়েছে ভারতীয় নিরাপত্তারক্ষীদের। উদ্ভুত পরিস্থিতিতে ইদের পর অস্ত্রবিরতি আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহারের ব্যাপারে চিন্তাভাবনা করছে ভারত।