জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আক্রমণের শিকার সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) অফিসাররা। তাদেরকে বেঙ্গালুরুতে নাইজেরিয়ান নাগরিকদের একটি দল লোহার রড, পাথর এবং হেলমেট দিয়ে আক্রমণ করে বলে জানা গিয়েছে। জনা গিয়েছে যে সিসিবি আধিকারিকরা মাদক সেবনের খবর পেয়ে একটি বাসভবনে অভিযান চালায় তখন এই ঘটনা ঘটে। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাইজেরিয়ান নাগরিকরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় সিসিবি ইনস্পেক্টর সুব্রমণ্য স্বামী এবং অন্য পাঁচজন কর্মকর্তা এই হামলায় গুরুতর আহত হন।


আরও পড়ুন: Loksabha Election 2024: ৭১৬ কোটির পিঠে মাত্র ৩২০ টাকা! প্রথম দফার সবচেয়ে ধনী আর গরিব প্রার্থী কারা?


ঘটনাটি ঘটেছে রাজানুকুন্টে থানা এলাকার মাবল্লিপুরে।


মাবল্লীপুরার একটি বাড়িতে মাদক সেবনের সম্পর্কে তথ্য পায় সিসিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিসিবি অফিসাররা নাইজেরিয়ান নাগরিক থাকা ওই বাড়িতে অভিযান চালায়।


তবে বাসভবনে পৌঁছাতেই রড ও হেলমেট নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সিসিবি-র দল তৎক্ষণাৎ ব্যাকআপের জন্য পুলিসকে ডাকে।


আরও পড়ুন: Viral Video: বিকিনি পরেই দিল্লির ভিড় বাসে তরুণী, ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটপাড়া...


অন্যদিকে, নাইজেরিয়ান নাগরিকরা পুলিস অফিসারদেরও আক্রমণ করে বলে জানা গিয়েছে। তারা একটি পুলিসের গাড়ি ভাংচুর করে এবং এর জানালা ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে।


আহতের বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে বলে জানা গিয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)